শিরোনাম
দিনাজপুর, ২ আগস্ট ২০২৫ (বাসস): জেলার ফুলবাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপ্টাস গাছের প্রায় সাড়ে ৪ হাজার চারা ধ্বংস করা হয়েছে।
আজ শনিবার দুপুর আড়াই টার দিকে উপজেলার আলাদীপুর ইউনিয়নে ও এলুয়াড়ী ইউনিয়নে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসাহাক আলী।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. শাহানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।
কৃষি কর্মকর্তা শাহানুর রহমান জানান, গত ১৫ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে আকাশমনি ও ইউক্যালিপ্টাস গাছের চারা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এই নির্দেশনার আলোকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় দুই বোন নার্সারিতে অভিযান চালিয়ে ২ হাজার ৫ শত এবং এলুয়াড়ী ইউনিয়নের গণিপুর এলাকায় সুধীর নার্সারিতে ২ হাজার ইউক্যালিপ্টাস চারা ধ্বংস করা হয়েছে।
ইউএনও ইসাহাক আলী জানান, এসব গাছের পানি শোষণ ক্ষমতা বেশি ও মাটিকে রুক্ষ করে তোলে। তাই দেশের জীব-বৈচিত্র্য রক্ষায় আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশি প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
সেই লক্ষ্য বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।