বাসস
  ০২ আগস্ট ২০২৫, ১৬:১২

ফ্যাসিস্ট আমলে পার্বত্য চট্টগ্রামে সমঅধিকার নিয়ে কথা বলতে পারিনি : ওয়াদুদ ভূঁইয়া

শনিবার পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সম্মেলন। ছবি : বাসস

রাঙ্গামাটি, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় আমরা পার্বত্য চট্টগ্রামে সমঅধিকার নিয়ে কথা বলতে পারিনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আবার মুক্তভাবে কাজ করতে পারছি।

শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে মোবাইল ফোনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। সম্মেলনটি রাঙ্গামাটি চেম্বার অব কমার্স ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

আয়োজিত প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মো. জাহাঙ্গীর কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য নুরুল আফসার।

সম্মেলনে বক্তব্য দেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, জেলা সমঅধিকার আন্দোলনের সদস্য মাহবুব এলাহী, অ্যাডভোকেট মো. আবছার আলী, মো. কামাল উদ্দিন, অ্যাডভোকেট মো. সুজন কামাল, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি মো. নুরুল আলম, জেলা সদস্য জাহিদ মোস্তফা, বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি খোরশেদ আলম, রাজস্থলী প্রতিনিধি মো. আলাউদ্দিন, নানিয়ারচর প্রতিনিধি ইস্রাফিল, কাউখালী প্রতিনিধি সোহেল রিগ্যান, বরকল প্রতিনিধি আব্দুল জলিল এবং লংগদু উপজেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন।

ওয়াদুদ ভূঁইয়া বলেন, পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদসহ বিভিন্ন উন্নয়ন সংস্থায় নিয়োগের ক্ষেত্রে পুরোনো নিয়ম বাতিল করে হাইকোর্টের নতুন রায়ের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করতে হবে। ভূমি বন্দোবস্ত ও সরকারি ঋণ সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার আহ্বান জানান তিনি।

আগামীতে পার্বত্য চট্টগ্রামে সব সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে জেলার ১০ উপজেলার সমঅধিকার আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।