বাসস
  ০২ আগস্ট ২০২৫, ১৫:৪৯

জুলাই পুনর্জাগরণ স্মরণে ঝালকাঠিতে অভিভাবক সমাবেশ

আজ শনিবার সকাল ১১টায় জুলাই পুনর্জাগরণ স্মরণে ঝালকাঠিতে অভিভাবক সমাবেশ। ছবি : বাসস

ঝালকাঠি, ২ আগস্ট ২০২৫ (বাসস): জুলাই পুনর্জাগরণ দিবস উপলক্ষে ঝালকাঠিতে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচি হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ আয়োজন করে। বিশেষ এই আয়োজনে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের মায়েদের সম্মান জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অন্তরা হলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,  সাংবাদিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, জুলাই আন্দোলন কেবল একটি ছাত্র আন্দোলন নয় বরং এটি ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে একটি প্রতীকী প্রতিরোধ। এই আন্দোলন আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্র ও ন্যায়ের জন্য কিভাবে তরুণ প্রাণগুলো জীবন উৎসর্গ করেছিল। জুলাইয়ের মায়েরা আজ সেইসব শহীদ সন্তানদের অসীম সাহসের সাক্ষী।

প্রধান অতিথির বক্তব্যে ডিসি আশরাফুর রহমান বলেন, আজকের প্রজন্মকে জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগের ইতিহাস জানাতে হবে, যাতে তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত হয়।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত ঝালকাঠির ১০ শহীদের মা ও আহতদের অভিভাবকদের উত্তরীয় পরিয়ে 
এবং ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।