শিরোনাম
নেত্রকোনা, ২ আগস্ট ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নেত্রকোনায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক আরিফুল ইসলাম সরদার।
বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল যেন আমরা একটি বৈষম্যমুক্ত, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পাই। এ আন্দোলনে সন্তানদের সঙ্গে মায়েরা নিজেরাও জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের উদ্দেশ্য যেন আমরা সফল করতে পারি। স্মৃতি যেন বাঁচিয়ে রাখতে পারি। এ বৈষম্যহীন বাংলাদেশে যেন সবাই তার অধিকার পায়।
প্রধান অতিথি আরিফুল ইসলাম সরদার বলেন, এ দেশের প্রত্যেকটা আন্দোলনে ছাত্রদের ভূমিকা রয়েছে। তারা যে উদ্দেশ্য জুলাই আন্দোলন করেছেন তা যেন আমরা সফল করতে পারি।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রউফ সরকার জুলাই গণঅভ্যুত্থানে মায়েদের ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে শহীদ উমর ফারুকের মা কুলছুমা আক্তার, শহীদ রমজানের বাবা লিটন মিয়া, জুলাই কন্যা আতিয়া নূর খানম, সাবা সরকার তৌওশী, জুলাইযোদ্ধা আদনান হোসাইন বক্তব্য দেন।
অনুষ্ঠানে জেলার ১৭ জন শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়।