শিরোনাম
মাগুরা, ২ আগস্ট ২০২৫ (বাসস): ‘রক্তাক্ত-২৪’ স্মরণে মাগুরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় জেলা অডিটোরিয়ামে এই কর্মসূচির আয়োজন করে জিয়া পরিষদ ও সম্মিলিত পেশাজীবী পরিষদের জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ। সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদ বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. আলীমুজ্জান। এতে বিশেষ অতিথি ছিলেন প্রভাষক শাহজাহান মৃধা।
আলোচনায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, ‘রক্তাক্ত-২৪’ গণঅভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি নির্ভীক ঘোষণা।
প্রধান অতিথির বক্তব্যে আলী আহম্মেদ বলেন, গণঅভ্যুত্থানের ইতিহাস আমাদের চেতনাকে জাগ্রত রাখে। শহীদদের রক্তের মূল্য কখনও অস্বীকার করা যাবে না।
সভাপতির বক্তব্যে ডা. আলীমুজ্জান বলেন, গণআন্দোলনের শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা আশা করি, শিগগিরই খুনি ও স্বৈরাচারীদের বিচার হবে এবং জাতি মুক্তি পাবে সেই দায় থেকে।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।