শিরোনাম
মানিকগঞ্জ, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরীতে বিএনপির আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ প্রচারে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর।
গতকাল অনুষ্ঠিত এ প্রচারণায় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির সাবেক কৃষি সম্পাদক লোকমান হোসেন, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদ মিয়া, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ স্থানীয় নেতাকর্মীরা।
পথসভা ও প্রচারণার বিষয়টি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।