বাসস
  ০১ আগস্ট ২০২৫, ২১:০৬

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি গ্রেপ্তার

কুমিল্লা, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার ভোরে ফেনীর মহিপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রাফিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকেলে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

ডিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি কলকাতা থেকে গোপনে দেশে ফেরেন মিনহাদুল হাসান রাফি। গতকাল তিনি কুমিল্লা শহরে প্রবেশ করেন—এমন খবরে পুলিশ সতর্ক অবস্থান নেয়। পরে ফেনীর মহিপাল এলাকায় অবস্থান নিশ্চিত হয়ে স্থানীয় পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, রাফির বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অন্তত চারটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি মামলা সহিংসতা, রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষতিসাধন, উসকানিমূলক স্লোগান ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।