শিরোনাম
ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জীববিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান উদ্যাপন: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের কামালউদ্দীন আহমাদ লেকচার গ্যালারিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেমিনার আয়োজন সংক্রান্ত কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে সেমিনারে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বক্তব্য রাখেন। প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক স্বাগত বক্তব্য দেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল করিম এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. আফরোজ সুলতানা চ্যামন আলোচনায় অংশ নেন। প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূসরাত জাহান এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান স্মৃতিচারণ করেন। প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদ হোসেন ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান মানুষের মনোজগতে পরিবর্তন এনে দিয়েছে। এর ইতিবাচক দিকগুলো ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে সকলকে দেশের জন্য কাজ করতে হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে শিক্ষক ও শিক্ষার্থীদের চিন্তা-ভাবনা একাডেমিক দৃষ্টিকোণ থেকে আলোচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী সেমিনার সিরিজ আয়োজন করা হয়েছে। এসব সেমিনার থেকে উঠে আসা দিকনির্দেশনাগুলো দেশের ইতিবাচক সংস্কারে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।