শিরোনাম
পিরোজপুর, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : পরিকল্পিত বনায়ন এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পিরোজপুর টাউন ক্লাব মাঠে আয়োজিত সাত দিনব্যাপী অনুষ্ঠিত বৃক্ষ মেলার আজ বিকাল ৩ টায় সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২০টি স্টল নিয়ে ১৭ জুলাই এ মেলার উদ্বোধন করা হয়েছিল।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা মো.শাহীন কবির।
অনুষ্ঠান শেষে বিজয়ী স্টল মালিকদের পুরস্কার প্রদান করা হয়। এতে মামনি নার্সারি প্রথম, স্বরূপকাঠি নার্সারি দ্বিতীয় এবং রবিন নার্সারি তৃতীয় স্থান অর্জন করেন। এদেরকে পুরষ্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া আরও সাত জন নার্সারি মালিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।