বাসস
  ২৩ জুলাই ২০২৫, ১৬:৩৯

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

দুর্ঘটনা কবলিত ট্রাক ও নিহত চালক জামান হোসেন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম, ২৩ জুলাই ২০২৫ (বাসস) : চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হয়েছেন। 

আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামান হোসেন (৩৪) চট্টগ্রাম জেলার ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নের সিকদারবিল গ্রামের মো. আইয়ুবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাককের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ট্রাকের ভেতরে আটকা পড়েন। 

স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পরে ঘটনাস্থল থেকে ট্রাক দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।