শিরোনাম
পিরোজপুর, ২২ জুলাই ২০২৫ (বাসস): রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া মাহফিল করেছে পিরোজপুর জেলা বিএনপি।
আজ মঙ্গলবার বাদ আসর জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর জেলা ওলামাদলের আহ্বায়ক অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার।
এ সময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।