বাসস
  ২২ জুলাই ২০২৫, ১৯:৩০

আনোয়ারায় চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

যুবলীগ নেতা মোহাম্মদ ইব্রাহিম। ছবি : বাসস

চট্টগ্রাম, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের আনোয়ারায় চাঁদাবাজির মামলায় মোহাম্মদ ইব্রাহিম (৩৫) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (২১ জুলাই) মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইব্রাহিম জুঁইদণ্ডী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবু তালেবের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে আজ বলেন, সোমবার মধ্যরাতে পুলিশের চালানো এক ঝটিকা অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

ওসি মো. মনির হোসেন বলেন, ইব্রাহিমকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।