শিরোনাম
রংপুর, ২২ জুলাই, ২০২৫ (বাসস): জেলায় আজ ‘তিস্তা বাচাও’ ও ‘নদী রক্ষা’ আন্দোলনের অংশ হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির স্থানীয় শীর্ষ নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ-উন নবী ডন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু এবং কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে চীনা প্রতিনিধি দল বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সরেজমিনে তিস্তা নদীর পাড় এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের বসতবাড়ি পরিদর্শন করেন।
তারা ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং কিছু উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় চীনা প্রতিনিধিরা নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের কারণে স্থানীয় জনগণের ভোগান্তির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীভাঙন রোধ, কৃষি উৎপাদন বৃদ্ধি ও জীবিকায়ন উন্নয়নের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন সাধিত হবে।