বাসস
  ২২ জুলাই ২০২৫, ১৬:১৯

সিলেটে এনসিপি’র জুলাই পদযাত্রা ২৫ জুলাই

মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছে এনসিপি’র সিলেট জেলা শাখা। ছবি : বাসস

সিলেট, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ জুলাই শুক্রবার সিলেটে পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

এতে দলের প্রধান নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

আজ মঙ্গলবার দুপুরে সিলেটের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন এনসিপি’র সিলেট জেলা সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান।

এতে বলা হয়, ২৫ জুলাই শুক্রবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা বিকেল পাঁচটায় সিলেটে পৌঁছাবেন এবং নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন।

নগরের আম্বরখানা থেকে সুবিদবাজার হয়ে রিকাবীবাজার পয়েন্ট, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বক্তব্যের মাধ্যমে এই পদযাত্রা শেষ হবে।

পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও এ পদযাত্রায় অংশ নেবেন।

আয়োজকরা বলেন, জাতীয় নাগরিক পার্টি পুরনো চিন্তা-ধারা ছেড়ে নতুন পথে এগিয়ে যেতে চায়। দলটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চায়। এনসিপি ইতোমধ্যেই দেশজুড়ে ব্যাপক সাড়া পেয়েছে।

এবার প্রথমবারের মতো এনসিপি’র কেন্দ্রীয় নেতারা সিলেট আসছেন। পদযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে পার্টির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

সার্বিক নিরাপত্তার বিষয়টি প্রশাসনকেও অবহিত করা হয়েছে।

সংবাদ সম্মলনে এনসিপি’র কেন্দ্রীয় সদস্য নুরুল হুদা জুনেদসহ জেলা ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।