বাসস
  ২২ জুলাই ২০২৫, ১৬:০৭

চট্টগ্রামে সন্ত্রাসী আস্তানায় অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ,গ্রেফতার ১১ 

চট্টগ্রাম, ২২ জুলাই ২০২৫ (বাসস) : নগরীর চান্দগাঁও থানার খতিবেরহাট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় ১১জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ ও পুলিশ। সন্ত্রাসীদের আস্তানায় অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র এবং থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- মো. বুরহান উদ্দিন (চাঁদপুর), মো. মারুফ (চান্দগাঁও), মো. আল-আমিন (লংগদু), মো. মিজানুর রহমান (উখিয়া), মো. রোকন উদ্দিন (চান্দগাঁও), মো. আলী আহমদ সোহান (বোয়ালখালী), শান্ত মজুমদার (পটিয়া), মো. অন্তর (ব্রাহ্মণবাড়িয়া), রিবো পাল (লোহাগাড়া), মো. রাহাত (ভাসানচর) ও মো. ফরহাদ (বহদ্দারহাট)।

ওসি জানান, সোমবার সন্ধ্যাযর পর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামিনে থাকা সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পো ও শহিদুল ইসলাম ওরফে বুইশ্যা’র বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। এসময় কেউ হতাহত হননি। পরে পুলিশ অভিযান চালিয়ে বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় সন্ত্রাসী শহিদুল ইসলামের একটি আস্তানার সন্ধান পায়। সেখানে থানা থেকে লুট হওয়া দু’টি গুলি ও গুলির খোসা পাওয়া গেছে।

তিনি জানান, আস্তানাটিকে টর্চার সেল হিসেবে ব্যবহার করা হতো। যারা এসব সন্ত্রাসীর চাহিদামতো চাঁদা কিংবা টাকা দিতেন না, তাদের সেখানে নিয়ে নির্যাতন করা হতো। আস্তানায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ, দেশীয় অস্ত্র ও মাদক, প্লায়ার্স, রামদা, সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

র‌্যাব চট্টগ্রামের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। তাদের অন্য সহযোগীদের ধরতে অভিযান চলছে।