বাসস
  ২২ জুলাই ২০২৫, ১৫:২৭

আগামী ২৪ জুলাই হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা 

বৃহস্পতিবার হবিগঞ্জে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজন সম্পন্ন করেছেন এনসিপি নেতৃবৃন্দ। ছবি: বাসস

হবিগঞ্জ, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) হবিগঞ্জে জুলাই পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে সব আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এনসিপি নেতৃবৃন্দ। 

আজ দুপুরে শহরের একটি রেঁস্তোরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির জুলাই পদযাত্রা উদ্যাপন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল একথা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উত্তরাঞ্চলীয় সংগঠক ও হবিগঞ্জ জেলা সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, সদস্য অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ ও একেএম নাসিম।

সংবাদ সম্মেলনে আবু হেনা মোস্তফা কামাল বলেন, আমরা প্রতিটি বিষয়ে প্রশাসনকে অবহিত করেছি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সহযোগিতা পাবো বলে আশা করছি। 

তিনি জুলাই পদযাত্রা সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।