বাসস
  ২১ জুলাই ২০২৫, ১৪:৫০
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৫:১৪

নওগাঁয় খোলা বাজারে ওএমএস’র চাল ও আটা বিক্রি শুরু

সোমবার নওগাঁয় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ছবি:বাসস

নওগাঁ, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলা বাজারে (ওএমএস) আজ সকাল ১০টায় চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার শহরের তাজের মোড় বধির স্কুল সংলগ্ন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আমিনুল কবির, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মওলা প্রমুখ। 

জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, খোলা বাজারে প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকা দরে বিক্রি করা হবে। 
এ কর্মসূচির আওতায় প্রতিজন ৫ কেজি করে চাল ও আটা কিনতে পারবেন। প্রতিদিন ১২জন ডিলারের মাধ্যমে পৌর এলাকার ১২টি পয়েন্টে ৯ মেট্রিক টন করে চাল-আটা বিক্রি করা হবে। 

দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল ওএমএসের চাল বিক্রি। বাজারে দফায় দফায় চালের দাম বৃদ্ধি পাওয়ায় অস্বস্তিতে রয়েছে সর্বস্তরের মানুষ। সরকারে এই খাদ্যবান্ধব কর্মসূচি চালু হওযায় নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। 

ওএমএসের চাল কিনতে আসা গৃহবধূ মঞ্জুআরা বলেন, আমরা গরীব মানুষ। বাজারে চালের দাম খুবই বেশি। তার মধ্যে অনেকদিন থেকে এই চাল বিক্রি বন্ধ ছিল। আমাদের মতো দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য কষ্টকর হয়ে পড়েছিল। সরকারের কাছে সারা বছরই ওএমএসের চাল বিক্রি চালু রাখার দাবি জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ভোক্তাদের স্বস্তি দিতেই আজ থেকে প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকা দরে বিক্রির কার্যক্রম শুরু হলো। কোন ডিলার এই কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি করলে তাদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।