শিরোনাম
ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদ মুসলিম সমাজের হৃৎস্পন্দন। নামাজ আদায়ের পাশাপাশি সামাজিক সচেতনতা, নৈতিক শিক্ষা এবং মানবিক মূল্যবোধ বিকাশে মসজিদের অগ্রণী ভূমিকা রয়েছে।
আজ খুলনায় নুরনগরে বিভাগীয় ইমাম সম্মেলন এবং মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
ধর্ম উপদেষ্টা বলেন, সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ৩৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ সম্পন্ন হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন। এসব মসজিদের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সংহতি এবং একতাবদ্ধ প্রতিষ্ঠিত হবে। একটি ভ্রাতৃত্বপূর্ণ আবহ তৈরিতে মডেল মসজিদ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
নামাজের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, যত বেশি মসজিদ তৈরি হবে তত বেশি মুসল্লি তৈরি হবে। নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে রক্ষা করে। এর ফলে সমাজ থেকে অপরাধ প্রবণতা কমে যাবে।
ড. খালিদ বলেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা খুব তাড়াতাড়ি গেজেট আকারে প্রকাশিত হবে। এর ফলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের চাকরির নিশ্চয়তা তৈরি হবে।
কেউ সহজেই তাদেরকে চাকরিচ্যুত করতে পারবে না। তিনি খুতবার আগে ইসলামের আলোকে সামাজিক সমস্যাগুলো মুসল্লিদের মাঝে তুলে ধরতে ইমামদের প্রতি অনুরোধ জানান।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, পুলিশের রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী প্রমুখ বিশেষ অতিথির বক্তৃতা করেন। খুলনা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার এতে স্বাগত বক্তব্য দেন।
উল্লেখ্য, চারতলা বিশিষ্ট খুলনা মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে প্রায় ১৭ কোটি টাকা ব্যয় হয়েছে। এ মসজিদে পুরুষ, মহিলা, অক্ষম ও বয়স্কদের ওজু ও নামাজের ব্যবস্থা রয়েছে। এছাড়া, ইমাম প্রশিক্ষণ, হজযাত্রী নিবন্ধন, ইসলামিক রিসার্চ সেন্টার, অটিজম শিশু কর্নার, মৃত ব্যক্তিদের গোসলের ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, গেস্ট রুম, কনফারেন্স রুম ও গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে।
এ অনুষ্ঠানে উপদেষ্টা নির্বাচিত দুস্থ ও অসহার ব্যক্তিদের মাঝে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করেন।
শেষে উপদেষ্টা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ফলক উন্মোচন করেন এবং বিশেষ দোয়া পরিচালনা করেন।