বাসস
  ১৮ জুলাই ২০২৫, ১৮:১৯

শাবিপ্রবিতে শহীদ রুদ্র সেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত 

শাবি শিক্ষার্থী শহীদ রুদ্র সেন। ফাইল ছবি

সিলেট, ১৮ জুলাই, ২০২৫ (বাসস): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থানের শহীদ রুদ্র সেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কালো ব্যাজ ধারণ, ডকুমেন্টারি প্রদর্শন ও স্মৃতিচারণ করা হয়। এতে চোখ ফিল্ম সোসাইটির প্রযোজনায় নির্মিত একটি বিশেষ ডকুমেন্টারিতে রুদ্র সেনের শৈশব, শাবিপ্রবিতে কাটানো দিনগুলো, আন্দোলনের সময়কার দৃশ্য এবং তাঁর আত্মত্যাগের গল্প তুলে ধরা হয়। 

অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়ার সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। 

প্র্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, রুদ্রের স্মৃতিকে সম্মান জানিয়ে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে দৃষ্টিনন্দন যে লেকটা তৈরি করা হয়েছে, সেটিকে আরও সমৃদ্ধ ও নান্দনিক করে তোলা হবে। তিনি আরও বলেন, বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে রুদ্র সেনের সঠিক আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে। 

অনুষ্ঠানে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সালাতুল ইসলাম মজুমদার, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সালমা আখতার প্রমুখ। 

শিক্ষার্থীদের মাঝে স্মৃতিচারণ করেন আইপিই বিভাগের পলাশ বখতিয়ার, সমাজবিজ্ঞান বিভাগের ফয়সাল হোসেন, বিবিএ বিভাগের মাহবুবুল ইসলাম পবন, সিইপি বিভাগের আলী আসগর, আজমাইন নুর সাকিব, আনন্দময় দত্ত, ইমতিয়াজ আহমেদ, রাশিদ আকবর প্রমুখ। এছাড়াও রুদ্র সেনকে নিয়ে শান্ত মুস্তাফির লেখা কবিতা আবৃত্তি করেন অর্ণব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক। 

উল্লেখ্য, রুদ্র সেন শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১৮ জুলাই, সিলেটে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করতে গিয়ে তিনি শহীদ হন। তিনি ছিলেন সিলেটের প্রথম শহীদ।