বাসস
  ০৭ আগস্ট ২০২৫, ১৫:০৮
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৫:১৩

সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় যোগ দেন। ছবি: পিআইডি

ঢাকা, ৭ জুলাই, ২০২৫ (বাসস): প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিয়েছেন। 

দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিলেন।

আজ সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি ৫ নম্বর গেট দিয়ে সচিবালয়ে প্রবেশ করেন।

এরপর সকাল ১০টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

এর আগে গত বছরের ২০ নভেম্বর তিনি সর্বশেষ সচিবালয়ে যান।