বাসস
  ১৭ জুলাই ২০২৫, ১৭:১৫

এনসিপির ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত

ছবি : বাসস

সাতক্ষীরা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচার দাবি এবং গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ আয়োজনে খুলনা রোড মোড় ও নিউ মার্কেট মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

এনসিপি জেলা আহবায়ক কামরুজ্জামান বুলু’র সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, এনসিপির জেলা যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আখতারুজ্জামান, যুবদল নেতা ও জুলাই যোদ্ধা শিবিরনেতা আনিসুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা এনসিপির নেতাকর্মীদের ওপর হামলাকারী আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদেও গ্রেপ্তারের জোর দাবি জানান।