শিরোনাম
ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস): জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আগামীকাল (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে সরকার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রূহের মাগফিরাত কামনা করে আগামীকাল (১৬ জুলাই) বাদ যোহর দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
জুলাই গণঅভ্যুত্থানে শহিদগণের রূহের মাগফিরাত কামনা করে আগামীকাল বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ উপলক্ষে আগামীকাল বাদ যোহর বেলা দেড়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।