বাসস
  ১৫ জুলাই ২০২৫, ১৫:৪৯

নওগাঁয় ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে কর্মসূচি ঘোষণা

মঙ্গলবার নওগাঁর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ‘জুলাই পুনর্জাগরণ’ শিরোনামে নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে স্থানীয় ছাত্র ও জনতার প্রতিনিধি দল। ছবি : বাসস

নওগাঁ, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে নওগাঁয় ‘জুলাই পুনর্জাগরণ’ শিরোনামে নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে স্থানীয় ছাত্র ও জনতার প্রতিনিধি দল।

আজ দুপুরে শহরের মুক্তির মোড়ে একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচিগুলো তুলে ধরেন ছাত্রনেতা আরমান হোসেন ও নুসরাত জাহান জরি।

তাঁরা বলেন, আগামী ৫ আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয়ের দিন। গত বছরের এই দিনে দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটেছিল। ১ জুলাই থেকে শুরু হওয়া অভ্যুত্থানকে গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসনের পক্ষে একটি স্পষ্ট উচ্চারণ হিসেবে উল্লেখ করেন তাঁরা।

ঘোষিত কর্মসূচিগুলো হলো:

এক. ১৮-১৯ জুলাই: শহরে দেয়ালচিত্র অঙ্কন, যেখানে থাকবে আন্দোলনের প্রতিচ্ছবি ও ভবিষ্যতের বাংলাদেশ।

দুই. ২৫ জুলাই: কাজীর মোড়ে ‘বিজয় চত্বর’ নামফলক উন্মোচন।

তিন. ২৮ জুলাই: বৃক্ষরোপণ কর্মসূচি।

চার. ৩১ জুলাই: শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও গণসংগীত।

পাচঁ. ২ আগস্ট: শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মহফিল এবং

ছয়. ৩ আগস্ট: পথনাট্য পরিবেশনা।

আয়োজকেরা জানান, এই কর্মসূচি কোনো রাজনৈতিক দলের নয়, এটি মানুষের অধিকার ও মর্যাদার প্রশ্নে একটি নাগরিক উদ্যোগ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এসব কর্মসূচির বাইরে অন্যান্য দিনগুলোতেও শহরের বিভিন্ন মোড়ে, বাজারে ও জনবহুল এলাকায় মাইকিং, পদযাত্রা ও সচেতনতামূলক প্রচার চালানো হবে।

সংবাদ সম্মেলনে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।