বাসস
  ১৪ জুলাই ২০২৫, ২০:০৭

নাটোরে চলনবিল এলাকায় অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

 নাটোর, ১৪ জুলাই ২০২৫ (বাসস): জেলার সিংড়া উপজেলায় আজ চলনবিল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে জব্দকৃত শতাধিক অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। 

আজ সোমবার দিনব্যাপী সিংড়া উপজেলার রানীনগর, সিধাখালী, জোলারবাতায় চলনবিলের এলাকায় মৎস্য বিভাগের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নেতৃত্ব দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। 

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন-সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে শতাধিক চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে এসব জাল উপজেলা কোর্ট মাঠে জনসন্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অভিযানকালে রানীনগর এলাকার জনৈক রফিকুল ইসলামকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে একহাজার টাকা জরিমানা করা হয়।