বাসস
  ১৪ জুলাই ২০২৫, ১৯:৩৫

চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা

১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা। ছবি : বাসস

চাঁদপুর, ১৪ জুলাই ২০২৫ (বাসস): জেলায় আজ চাঁদপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের ১২৬ কোটি ৭৯ লাখ ১৬ হাজার ৮২১টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। এ বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪৬ কোটি ৫৬ লাখ ৮২ হাজার ৪২৫ টাকা।

আজ সোমবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বাজেট ঘোষণা করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক (উপ-সচিব) মো. গোলাম জাকারিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

বিশেষ অতিথি  ছিলেন জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী ও সেক্রেটারি এডভোকেট মো. শাহজাহান মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা প্রমুখ। 

এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।