বাসস
  ১৪ জুলাই ২০২৫, ১৮:০০

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রাম, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ডিএবি পেট্রলপাম্পের সামনে একটি যাত্রীবাহী বাস পিছন থেকে একটি ট্রাককে ধাক্কা দিলে এক জন নিহত ও আট জন আহত হয়।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিয়। এই ঘটনায় ৯ জনকে হাসপাতালে পাঠানো হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রত্না চৌধুরী (৪০) নামের এক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসটিকে জব্দ করা হয়েছে। 

কুমিরা হাইওয়ে পুলিশ জানায়, সিমেন্ট কোম্পানির মালবোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি বাস পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে বাসের ৯ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে দুইটার দিকে রত্না চৌধুরী মৃত্যুবরণ করেন। 

নিহত রত্না চৌধুরী সীতাকুণ্ড উপজেলার বড় দারোগাহাট এলাকার বসন্ত চৌধুরীর স্ত্রী।

চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম বলেন, হাসপাতালে আনার পর রত্না চৌধুরীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত আরও ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। 

তারা হলেন- বাসচালক মো. জাহেদ (২৪), বাসের যাত্রী গৌরাঙ্গ বিশ্বাস (৪২), শাহীনুর ইসলাম (৪২), রাশেদ (৪৫), ইরফান (৯), মনোয়ারা বেগম (৪০) রতন চৌধুরী (৪০) ও অজ্ঞাত একজন।