শিরোনাম
ঢাকা, ১১ জুলাই, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবে ‘ডেমোক্রেসি এন্ড কনস্টিটিউশনাল রিফর্ম’ শীর্ষক এক বিশেষ বক্তৃতা প্রদান করেন।
‘স্টুডেন্টস অব ইয়ুথ ডেমোক্রেসি একাডেমি’ শীর্ষক কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব এবং আন্তঃরাষ্ট্রীয় সংস্থা আইডিয়া ইন্টারন্যাশনাল যৌথভাবে এই বক্তৃতার আয়োজন করে।
এ সময় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম উপস্থিত ছিলেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের প্রায় ৯০জন শিক্ষার্থী অংশ নেন।