বাসস
  ১০ জুলাই ২০২৫, ২২:২৩

রাজশাহী শিক্ষাবোর্ডের কোনো প্রতিষ্ঠানে শতভাগ ফেল নেই

ছবি : সংগৃহীত

রাজশাহী, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : এ বছর শূন্য পাসের হার নেই রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন কোনো বিদ্যালয়ে। আজ (১০ জুলাই) প্রকাশিত এসএসসির ফলাফলে এ তথ্য জানিয়েছে শিক্ষাবোর্ড।

রাজশাহী শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এ বোর্ডের আওতায় ২ হাজার ৬৯০টি বিদ্যালয়ের ১ লাখ ৮০ হাজার ৩১০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় ছাত্র উপস্থিত ছিল ৯৪ হাজার ২৬৯ জন এবং ছাত্রী উপস্থিত ছিল ৮৬ হাজার ৫১ জন। ২ হাজার ৪৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। এই বোর্ডের অধীন ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী এবার জিপিএ ৫ পেয়েছে।

এবার বোর্ডের গড় পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ এবং ছাত্রীদের ক্ষেত্রে এ হার ৮২ দশমিক ১ শতাংশ। রাজশাহী বোর্ডের অধীন ৮ জেলার মধ্যে সবচেয়ে বেশি পাস করেছে বগুড়া জেলায়। সেখানে পাসের হার ৮০ দশমিক ১৩ শতাংশ। ৬৭ দশমিক ৫৬ শতাংশ পাস নিয়ে সবচেয়ে পিছিয়ে আছে সিরাজগঞ্জ জেলা।