শিরোনাম
বগুড়া, ১০ জুলাই ২০২৫ (বাসস): রাজশাহী বোর্ডে এসএসসির ফলাফলে শীর্ষ স্থান অর্জন করেছে বগুড়া জেলা। এবছর বগুড়ায় পাসের হার ৮৩.৫ শতাংশ। আর ও জিপিএ-৫ পেয়েছে ৫,৯০০ পরীক্ষার্থী। রাজশাহী বোর্ডে গত ছয় বছরে এবার এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এর পরিমাণ কমলেও বগুড়া তার ঐতিহ্য ধরে রেখেছে।
২০২৫ সালের এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডের ফলাফল বিশ্লেষণে এসব তথ্য পাওয়া যায়। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ফলাফলের এই পরিসংখ্যান দেন।
বোর্ডের পরিসংখ্যান বলছে, বিগত বছরের মতো এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে আছে। চলতি বছরের ফলাফলে ২২,৩২৭ জন জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রী সংখ্যা ১১, ৯৬২। আর ছাত্র সংখ্যা ১০,৩৬৫।
বোর্ডের ফলাফলের পরিসংখ্যান থেকে জানা যায়, বগুড়া জেলায় এবার মোট পরীক্ষার্থী ছিল ৩৩,৩৪১।পাস করেছে ২৭,৮৩৯। জিপিএ-৫ পেয়েছে ৫,৯০০ জন পরীক্ষার্থী।
৮৩.৫ শতাংশ পাসের হার ও মোট জিপিএ-৫ নিয়ে বোর্ডে শীর্ষ স্থানে আছে জেলাটি।
তবে গতবছর পাসের হার ছিল বেশি। ২০২৪ সালে বগুড়ায় এসএসসিতে মোট ৩৫ হাজার ২৬১ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করে ৩১ হাজার ৭০৭ জন।
জেলার ফলে শতকরা পাসের হার ছিল ৮৯ দশমিক ৯২ শতাংশ। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৫৭৪ জন।
এবারের পরীক্ষায় জিপিএ-৫ এর পরিমাণে দ্বিতীয় স্থানে আছে রাজশাহী জেলা। এই জেলায় মোট ২৬, ৪৫৭ জন পরীক্ষার্থীর মধ্যেপাস করেছে ২০, ৪৩৭। আর জিপিএ-৫ পেয়েছে ৩,৬৩৯ জন পরীক্ষার্থী। পাসের হার ৭৭.২৫ শতাংশ।
পাসের হারের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা চাপাইনবাবগঞ্জে ১৪,৬৮৮ পরীক্ষার্থীর মধ্যেপাস করেছে ১১, ৯৬৮ জন। পাসের হার ৮১.৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১,৮২৪ জন।
এ ছাড়া নাটোরে পরীক্ষার্থী ছিল ১৫,৫০৬ জন। পাস করেছে ১১,৮৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১,৩৪১ এবং পাসের হার ৭৬.৬৪ শতাংশ। নওগাঁয় ২২,২৯২ পরীক্ষার্থীর মধ্যেপাস করেছে ১৭,২৬৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২,৪৮১। পাসের হার ৭৭.৪৬।
পাবনায় মোট জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থী ২,৭১০ জন। ২৭,০৮৩ জন পরীক্ষার্থীর মধ্যেপাস করেছে ২০,৫৫৬।
পাসের হার ৭৫.৯। সিরাজগঞ্জে মোট পরীক্ষার্থী ছিল ৩২,৪৫২ জন।পাসকৃত ২৩, ১৪১ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩,১০৪ জন পরীক্ষার্থী। পাসের হার ৭১.৩১। বোর্ডে সবচেয়ে কম পরীক্ষার্থী জয়পুরহাট জেলায়, ৮,৪৯১ জন। এর মধ্যেপাস করেছে ৬, ৮৯১ এবং জিপিএ-৫ পেয়েছে ১,৩২৮ জন। পাসের হার ৮১.১৬ শতাংশ।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, রাজশাহী বোর্ডে গত ছয় বছরের চেয়ে উভয় দিক থেকেই সাফল্যের হার কমেছে। ২০১৯ সালে মোট জিপিএ-৫ প্রাপ্ত ছিল ২২,৭৯৫। আর পাসের হার ৯১.৬৪ শতাংশ। ২০২০ সালে জিপিএ-৫ প্রাপ্ত ২৬, ১৬৭ ও পাসের হার ৯০.৩৭, ২০২১ সালে জিপিএ-৫ প্রাপ্তি ২৭,৭০৯ ও পাসের হার ৯৪.৭১। ২০২২ সালে জিপিএ-৫ প্রাপ্তি ৪২৫১৭ ও পাসের হার ৮৫.৮৮। ২০২৩ সালে জিপিএ-৫ প্রাপ্তি ২৬,৮৭৭ ও পাসের হার ৮৭.৮৯। ২০২৪ সালে জিপিএ-৫ প্রাপ্তি ২৮,০৭৪ ও পাসের হার ৮৯.২৬ শতাংশ।
আর চলতি ২০২৫ সালের এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২২,৩২৭ জন। আর পাসের হার হয়েছে ৭৭.৬৩ শতাংশ।
এ ছাড়া রাজশাহী বোর্ডে এবার মোট ২,৬৯০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন পরীক্ষার্থী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) বসার কথা ছিল। কিন্তু পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২, ৪৮২ জন।