শিরোনাম
ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রয়াত শিক্ষার্থী আহসান খানের রুহের মাগফেরাত কামনায় গত মঙ্গলবার বাদ এশা শেখ মুজিবুর রহমান হল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়া, গতকাল বুধবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় এ উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীগণ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
গত ৯ জুলাই ‘দাওয়াহ ও ইসলামি কালচারাল ক্লাব’-এর উদ্যোগে শেখ মুজিবুর রহমান হল মসজিদে খতমে কুরআন-এর আয়োজন করা হয়।
উল্লেখ্য, আহসান খান (ডাক নাম: আইয়ুব খান) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুলাই রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি শেখ মুজিবুর রহমান হলের জুলাই শহীদ স্মৃতি ভবনের ৯০০৩ নং কক্ষের আবাসিক ছাত্র ছিলেন।