বাসস
  ১০ জুলাই ২০২৫, ১৯:৩৭

এসএসসি পরীক্ষায় জয়পুরহাটে সেরা গার্লস ক্যাডেট কলেজ

ছবি : বাসস

জয়পুরহাট, ১০ জুলাই ২০২৫ (বাসস) : চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ জেলার শীর্ষস্থান অর্জন করেছে। এ কলেজ থেকে ৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। 

জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মোট ২৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশের হার শতভাগ এবং জিপিএ ৫ পেয়েছে ২০৩ জন। এছাড়া জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৮৪ জন। দুটি বিদ্যালয়েই পাশের হার শতভাগ। 

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ জানায়, এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যের অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিকনির্দেশনা এবং কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হকের তত্ত্বাবধানে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ঈর্ষণীয় সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। পরীক্ষার্থীরা তাদের এ সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক এবং অভিভাবকদের কঠোর মনোভাবের কথা স্বীকার করেছেন। 

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক বাসসকে বলেন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা যে পরিশ্রম করেছে তার ফলাফল এটা। আগামীতেও সাফল্যের এ ধারা বজায় থাকবে বলে আশা করি।