বাসস
  ১০ জুলাই ২০২৫, ১৭:৫৩

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। ছবি :বাসস

রাজশাহী, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : রাজশাহী শিক্ষা বোর্ডে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ।

গত বছর এই বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

আজ বিকেলে নিজ দপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখখারুল ইসলাম।

তিনি জানান, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ২ হাজার ৬৯০টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৮০ হাজার ৩১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৮৬ হাজার ৫১ জন ছাত্রী। পাস করেছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮৬ হাজার ৫১ জন ছাত্রী।

বোর্ডের আওতাধীন আট জেলার ২৬৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের ফলাফলে ছাত্রীদের পাসের হার ৮২ দশমিক ১ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ।

অধ্যাপক ইসলাম জানান, এ বছর ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ৯৬২ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২৮ হাজার ৭৪ জন, যার মধ্যে ১৫ হাজার ৪৯৪ জন ছিল ছাত্রী।

তিনি আরও জানান, এবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৯৯ টি।

বোর্ডের চেয়ারম্যান জানান, এই বছর পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৯২ হাজার ১৭০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। এর মধ্যে ছাত্রী ১ লাখ ১৬৭ জন। তবে ১ লাখ ৬৩ হাজার ৭০ জন পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে ছাত্রী ছিল ৮০ হাজার ৭৭২ জন। অর্থাৎ এ বছর রাজশাহী বোর্ডে ২৯ হাজার ১০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এদের মধ্যে ১৯ হাজার ৩৯৫ জন ছাত্রী।