বাসস
  ১০ জুলাই ২০২৫, ১৬:০৫
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৬:০৬

এসএসসিতে টাঙ্গাইলে মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

ছবি: বাসস

টাঙ্গাইল, ১০ জুলাই ,২০২৫ (বাসস): এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা সাফল্য পেয়েছে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ।

২০২৫ সালে এসএসসি পরীক্ষা পঞ্চাশজন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছে ৪০ জন।

আজ বৃহস্পতিবার দুপুর দুইটায় ফলাফল প্রকাশিত হলে শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং অভিভাবকরা এই সাফল্যে ক্যাডেট কলেজ ক্যাম্পাস জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম ফয়সল পিএসসি জানান, ‘শিক্ষার্থীদের নিরলস অধ্যাবসায় শিক্ষকমন্ডলীদের তত্ত্বাবধান ও অভিভাবকদের সহযোগিতায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এ জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।