শিরোনাম
মুন্সীগঞ্জ, ৯ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় ইয়াছিন হাওলাদার (২০) নামে এক যুবকের মরদেহ আজ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইয়াছিন ভোলা সদর উপজেলার বাবুল হাওলাদারের ছেলে।
পুলিশ জানায় বুধবার বেলা ১১ টায় মুন্সীগঞ্জ ষ্টেডিয়ামের পরিত্যক্ত কক্ষ থেকে ইয়াছিনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াছিন মুন্সীগঞ্জের মাঠপাড়া এলাকায় মা ও বোনের সাথে বসবাস করতো।
নিহতের বোন সোনিয়া জানায় ইয়াছিন ঢাকার মোহাম্মদপুরে একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতো। গত বৃহস্পতিবার মুন্সীগঞ্জে এসেছিল। আজ সকাল সাড়ে ৮ টায় সে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।