বাসস
  ০৯ জুলাই ২০২৫, ১৬:১০

নানা আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে আষাঢ়ি পূর্ণিমা

বুধবার বান্দরবানে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় বৌদ্ধ সম্প্রদায়ের আষাঢ়ি পূর্ণিমা। ছবি: বাসস

বান্দরবান, ৯ জুলাই, ২০২৫, (বাসস) : আজ উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় বৌদ্ধ সম্প্রদায়ের আষাঢ়ি পূর্ণিমা। বুধবার সকাল থেকে রাজগুরু বৌদ্ধ বিহার ও উজানি পাড়া বৌদ্ধ বিহারসহ বান্দরবানের প্রতিটি বৌদ্ধ মন্দিরে দিনব্যাপী পালিত হয় ধর্মীয় আচার-অনুষ্ঠান। 

সকালে ভারী বৃষ্টি উপেক্ষা করে বিহারগুলোতে ভীড় করতে থাকে পূজারীরা। এসময় ধর্মীয় দেশনা ও শীল প্রদান করেন জেলা সদরের রাজগুরু মহাবৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. কেতু মহাথের, উজানীপাড়া মহাবৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নালংকারা মহাথের।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শীল গ্রহণ করেন, বোমাং রাজা উচ প্রু, রাজপুত্র চহ্লা প্রু জিমি, রাজপুত্র সাচিং প্রু জেরিসহ বিহারের দায়ক-দায়িকা ও উপাসকরা।

এছাড়াও ভোরে ভিক্ষু সংঘের প্রাত রাশ দিয়ে শুরু হওয়া দিনব্যাপী কর্মসূচীর মধ্যে আছে পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কার, বুদ্ধমূর্তি দান, সূত্রপাঠ, ধর্মীয় দেশনা, মোমবাতি প্রজ্বলন ইত্যাদি। আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে তিন মাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।