শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া, ৯ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে জনসভা ও নারী সমাবেশ হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। সভাপতিত্ব করেন বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া।
আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা, সাধারণ সম্পাদক শাশীমা বাছির স্মৃতি এবং আখাউড়া উপজেলা মহিলা দলের সভাপতি আন্তরা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া ও অন্যান্য নেতারা।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।