বাসস
  ০৭ জুলাই ২০২৫, ১৭:২৮

চাঁদপুরে মেয়াদাত্তীর্ণ ওষুধ ও খাবার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদাত্তীর্ণ ওষুধ ও খাবার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : বাসস

চাঁদপুর, ৭ জুলাই, ২০২৫ (বাসস) :  জেলার হাজীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাবার তৈরি করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে আজ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য ও ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় এবং মেডিকেল বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ না করায় হক ফার্মেসীর মালিককে ৫০ হাজার টাকা এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্য দ্রব্য তৈরি করায় নিউ চিটাগং বেকারির মালিককে  ৩ হাজার টাকাসহ মোট ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় এবং অবৈধ মজুত করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।