বাসস
  ০৫ জুলাই ২০২৫, ১৭:১২

জেডআরএফ’র উদ্যোগে বরিশালে মেডিকেল শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষণ উপকরণ প্রদান

জেডআরএফ এর উদ্যোগে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫৬তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত। ছবি: বাসস

বরিশাল, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫৬তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে চিকিৎসা শিক্ষণ উপকরণ দেয়া হয়েছে।

জেডআরএফ’র বরিশাল বিভাগীয় কো-অর্ডিনেটর ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সেক্রেটারি ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদের সার্বিক তত্ত্বাবধানে এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় মানব কংকাল সংগ্রহ, আবেদনকারীদের যাচাই-বাছাই এবং বিতরণ অনুষ্ঠানটি আজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

৫৬তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে চিকিৎসা আজ শিক্ষণ উপকরণ প্রদান করা হয়েছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ জাহিদ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ, শিক্ষক সমিতির সেক্রেটারি ডা. শিহাবউদ্দিন শিহাব, দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান শাহিন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু, শিশু বিশেষজ্ঞ ডা. মো. মুজিবুর রহমান, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. মো. শরীফুল ইসলাম রুমেন ও ডা. নুরুল করিম চৌধুরী রুবেল, আর.পি ডা. শরীফ উদ্দিন রায়হান, আর.এস ডা. মো. ইখতিয়ার আহসান এবং ৩৬তম ব্যাচের সহযোগিতায় গঠিত ডক্টরস বোনস ব্যাংকের মাধ্যমে এই মানব কংকাল প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, বরিশাল বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা. আজিজ রহিম, কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. রেফায়েতুল হায়দার, অর্থোপেডিক সার্জন ডা. মাজহারুল রেজোয়ান রেজা।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।