শিরোনাম
বাগেরহাট, ৫ জুলাই ২০২৫ (বাসস) : দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বাগেরহাট জেলা কারাগারের অভ্যন্তরে এবং পার্শ্ববর্তী এলাকায় দু’দিনব্যাপি পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
আজ শনিবার সকালে এ কর্মসূচি উদ্বোধন করেন বাগেরহাট কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল।
শনিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত বাগেরহাট কারাগারের ভিতরে বন্দিদের মাধ্যমে এবং কারাগারের বাইরে জেল সুপার মো. মোস্তফা কামাল, জেলার খোন্দকার মো. আল- মামুন, ডেপুটি জেলার মো. মফিজুর রহমান সহ ৫০ জন স্টাফ ও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের সমন্বয়ে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয় ।
পরিচ্ছন্নতার অংশ হিসেবে মশা নিধনের উন্নতমানের ওষুধ স্প্রে এবং জেলখানার উভয় অংশে আগাছা, ঘাস কাটা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট জেলা কারাগারের জেলার খোন্দকার মো. আল- মামুন জানান, ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আসামি ও কয়েদিদের সুরক্ষায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।