বাসস
  ০৪ জুলাই ২০২৫, ১৮:৩০

মাগুরায় কমিউনিটি ক্লিনিকের সেবাদান জোরদারের ওপর সেমিনার 

শুক্রবার মাগুরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কমিউনিটি ক্লিনিকের সেবাদান জোরদারের ওপর সেমিনার অনুষ্ঠিত। ছবি: বাসস

মাগুরা, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদারে করণীয় বিষয়ে আজ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সেমিনারে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. আখতারুজ্জামান।

সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জানান, অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে পর্যাপ্ত জনবল না থাকায় একজন স্বাস্থ্য সহকারীকে একাধিক দায়িত্ব পালন করতে হয়। রোগী দেখা, ওষুধ বিতরণ, রেজিস্ট্রার হালনাগাদ, এমনকি ক্লিনিকের পরিচ্ছন্নতা রক্ষাও। অনেক ক্লিনিকের ভবন জরাজীর্ণ, নিরাপত্তা বেষ্টনী নেই এবং পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও ওষুধেরও ঘাটতি রয়েছে।

প্রধান অতিথি মো. আখতারুজ্জামান বলেন, ‘সরকার কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিত করে তা পরিকল্পনার আওতায় আনা হচ্ছে। তবে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এবং বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদার করলে সেবার মান আরো উন্নত করা সম্ভব।’

সেমিনারে জেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সিভিল সার্জন মো. শামীম কবির উপস্থিত ছিলেন। 

অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনায় টেকসই ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।