বাসস
  ০২ জুলাই ২০২৫, ১৮:৪৪

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করার সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি ঘোষিত ৮ আগস্ট ‘বাংলাদেশ দিবস’ উদযাপন বা পালন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। 

একইসঙ্গে পরিপত্রে ঘোষিত সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

পরিপত্রে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৫ জুন জারিকৃত ০৪.০০.০০০০.০০০.৪১৬.২৩.০০০১.২০.৩৯৭ সংখ্যক পরিপত্রটি বাতিল করা হয়।