শিরোনাম
ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস): জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে ১০টি পোস্টার এঁকেছেন আন্দোলনের অন্যতম যোদ্ধা ও শিল্পী দেবাশিস চক্রবর্তী।
মাসব্যাপী ‘জুলাই স্মরণ কর্মসূচি’র অংশ হিসেবে এসব পোস্টার প্রতিদিন একটি করে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। জুলাই অভ্যুত্থান কেন অনিবার্য হয়ে উঠেছিল এবং ওই আন্দোলনে কী ঘটেছিল, পোস্টারগুলোতে এর চিত্র তুলে ধরা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেইজে এ পোস্টার সিরিজের তথ্য জানানো হয়। সিরিজের দ্বিতীয় পোস্টার বুধবার প্রকাশ করা হয়েছে।