বাসস
  ০১ জুলাই ২০২৫, ১৬:০০

৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষা ১৮ জুলাই

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : চিকিৎসক নিয়োগে ৪৮তম বিসিএস (বিশেষ) এর লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী ১৮ জুলাই সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৮ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।