বাসস
  ২৫ মে ২০২৫, ২০:৪৫

আরসিসিতে টেকসই নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে ওরিয়েন্টেশন শুরু

ছবি: বাসস

রাজশাহী, ২৫ মে, ২০২৫ (বাসস): রাজশাহী সিটি কর্পোরেশনে (আরসিসি)- আজ থেকে টেকসই নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে দুই দিনের ওরিয়েন্টেশন শুরু হয়েছে।

আরসিসি তাদের আরবান প্রাইমারি হেলথকেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২ বাস্তবায়নের অংশ হিসেবে নগর ভবন সম্মেলন কক্ষে এই ওরিয়েন্টেশনের আয়োজন করে।

আরসিসি’র প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এতে প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম সভাপতিত্ব করেন।

প্রকল্প পরিচালক খন্দকার নাজমুল হুদা শামীম, উপ-প্রকল্প পরিচালক ডা. সাবরিনা হক ও আরসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বেগমও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ধারণাপত্র উপস্থাপনের সময়, প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডা. ফারহানা হোসেন প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন সম্পর্কে একটি চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, দক্ষ, কার্যকর ও টেকসই প্রাথমিক স্বাস্থ্যসেবাগুলোতে উন্নত সেবা প্রাপ্তির মাধ্যমে নগরবাসী, বিশেষ করে দরিদ্রদের স্বাস্থ্যের অবস্থা উন্নত করার লক্ষ্যে, এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

ডা. ফারহানা বলেন, পরিশেষে, প্রকল্পটি একটি টেকসই নগর পিএইচসি (নগর স্বাস্থ্য সেবা) ব্যবস্থা তৈরিতে কাজ করবে- যা সকলের জন্য, বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য মানসম্পন্ন পরিষেবা নিশ্চিত করবে।