বাসস
  ১৭ মে ২০২৫, ১১:২৩

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 

কক্সবাজার, ১৭ মে, ২০২৫ (বাসস) : জেলার চকরিয়া উপজেলায় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে ট্রাকচাপায় সিএনজি-চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে চকরিয়া উপজেলার সুরাজপুর- মানিকপুর ইউনিয়নে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের সুরাজপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকার মৃত আফজল আহমদের ছেলে শহিদুল ইসলাম (৩০) এবং উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের দিয়ারচর গ্রামের ফজু মিয়াজি বাড়ির মৃত কফিল উদ্দিনের ছেলে মোহাম্মদ কাইছার (৩৫)।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহায়তায় পুলিশ হতাহতদের উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।