বাসস
  ১৬ মে ২০২৫, ১৭:৫০

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

প্রতীকী ছবি

নেত্রকোনা, ১৬ মে ২০২৫ (বাসস): জেলার কলমাকান্দা উপজেলায় আজ খালে গোসল করার সময় পানিতে ডুবে হাবিবুর রহমান হাবিব (১০) নামের এক শিশু নিহত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আতকাপাড়া টাঙ্গাইল খালে এ ঘটনা ঘটে।

মৃত হাবিব কলমাকান্দা উপজেলার আতকাপাড়া গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হাবিব তার বন্ধুদের সঙ্গে খালে গোসল করতে নামে। একপর্যায়ে হাবিব পানিতে ডুবে যায়। এসময় সাথে থাকা এক বন্ধু চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে এক শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও হাবিবকে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর শিশু হাবিবকে পানি থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পানিতে ডুবে শিশু হাবিবুর রহমান হাবিবের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।