বাসস
  ১৫ মে ২০২৫, ২১:২৬

খুলনায় বিভাগীয় চাল সংগ্রহ মনিটরিং সভা অনুষ্ঠিত

খুলনা, ১৫ মে, ২০২৫ (বাসস) : নগরীতে আজ বিভাগীয় ধান-চাল সংগ্রহ ও মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জানানো হয়, ২০২৫ সালের বোরো সংগ্রহ মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও গম কেনা হবে। চাল সংগ্রহ করা হবে অনুমোদিত ও সক্রিয় চালকল মালিকদের কাছ থেকে।

ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৬ টাকা। সিদ্ধ চালের মূল্য প্রতি কেজি ৪৯ টাকা। সংগ্রহ কার্যক্রম চলবে ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত।

খুলনা বিভাগে সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৩৭ টন ধান এবং ১ লাখ ৭৩ হাজার ৩১৯ টন সিদ্ধ চাল।

সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম, কৃষি বিপণন অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপ-পরিচালক শাহনাজ বেগম, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, যশোরের অতিরিক্ত উপ-পরিচালক সমরেন বিশ্বাস এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আঞ্চলিক তথ্য কর্মকর্তা শারমিন আখতার রুমা।