শিরোনাম
সিরাজগঞ্জ, ১৫ মে, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিএনপি ও ছাত্রজনতার উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৭৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, এই মামলায় ইতোমধ্যে চার জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার শাহজাদপুর থানায় মামলাটি দায়ের করে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান তুষার।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, সাবেক সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা (দুই সংসদ সদস্য ভাই বোন), কবিতার ছেলে সুমগ্ন করিম, সাবেক পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ হায়দার, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ কাজল, উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, কোষাধক্ষ্য সালাম ব্যপারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুর হক দিনার।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মামলার বাদী, বিএনপি’র নেতাকর্মী ও ছাত্র-জনতা মিছিল নিয়ে করতোয়া ব্রিজ এলাকায় যায়। এসময় সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম তার লোকজনকে হুকুম দেয় আন্দোলনের সাদ মিটিয়ে দে। এই হুকুম পাওয়ার পর আসামিরা লোহার রড, লাঠি-সোটা, হাসুয়া, হাতুরি, ককটেল বোমা নিয়ে মিছিলের উপর হামলা করে। হামলায় শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান তুষারসহ বেশ কিছু ছাত্র-জনতা আহত হয়। পরে আসামি ককটেল বিস্ফোরণ করে চলে যায়।
মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান তুষার বাদী হয়ে মামলা দায়ের করেন।