শিরোনাম
লক্ষ্মীপুর, ১৫ মে ২০২৫ (বাসস): পুকুরের পানিতে ডুবে জিহাদ হোসেন (৪) ও নাজিম হোসেন (৫) নামে দুই খালাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানায়, রায়পুর উপজেলার জাকির হোসেনের পুত্র জিহাদ হোসেন ও সদরের মহিন উদ্দিনের পুত্র নাজিম হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাঞ্চানগরে নানার বাড়িতে বেড়াতে আসে। আজ বিকেল ৫টার দিকে তারা নানা বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। খেলাধুলার এক পর্যায়ে পরিবারের বড়দের অলক্ষ্যে বাড়ির পুকুরে ডুবে যায় দুই শিশু। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরে একে একে ভেসে ওঠে দুই শিশুর মরদেহ। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। যেহেতু এটি দুর্ঘটনা এবং পরিবারের কোন অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়া দাফন করতে কোন সমস্যা নেই।