বাসস
  ১৫ মে ২০২৫, ১৮:৪৫

সিরাজগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাবি শিক্ষার্থী সাম্য

ছবি : বাসস

সিরাজগঞ্জ, ১৫ মে, ২০২৫ (বাসস) :  ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সড়াতৈলে দাফন করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টায় তাকে দাফর করা হয়। এর আগে স্থানীয় জান্নাতুল বাকি কবরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ পরিবারের সদস্য ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার গভীর রাতে ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় শাহরিয়ার আলম সাম্য (২৫) ছুরিকাঘাতে প্রাণ হারান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।